মালদা

২০১৮ -র মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে সম্ভাব্য নবম স্থান দখল করল পুরাতন মালদার সায়ন্তন চৌধুরী

অবশেষে প্রতীক্ষার অবসান। শেষমেশ বুধবার প্রকাশিত হল ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই ফলাফলে দেখা যায়, রাজ্যের মধ্যে সম্ভাব্য প্রথমস্থান দখল করেছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ। কিন্তু তাতে কি রাজ্যের সেরা দশের মধ্যে সম্ভাব্য নবমতম জায়গা দখল করে নিয়েছে মালদা জেলার পুরাতন মালদা ব্লকের সায়ন্তন চৌধুরী। তার প্রাপ্ত নম্বর হল ৬৮১। 

সায়ন্তনের বাবা গোপাল চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। মা স্বাস্থ্য বিভাগে চাকরি করেন। তাদের একমাত্র ছেলে সায়ন্তন চৌধুরী জানায়, তার আশা ছিল ভাল ফল করবে। কিন্তু রাজ্যের সেরা দশ তালিকায় তার নাম উঠবে সে বুঝতেও পারেনি। তবে এই ফলাফলে সে বেজায় খুশি। তবে আগামী দিনে সে ডাক্তারি পড়তে চায়। 

এদিকে ছেলের সাফল্যে বেজায় খুশি সায়ন্তনের বাবা গোপাল চৌধুরী জানান, পরীক্ষার জন্য জন্য পড়াশোনায় বাঁধাধরা ছিল না, তবে এই সাফল্যে সে খুশি। ছেলে যে দিকে পড়াশনা করতে চায় করুক তাদের কোন বাঁধাধরা নেই। যদিও ছেলে আগামী দিনে ডক্তারি নিয়ে পড়তে চায় বলে তিনি জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/BwqsgiKGEJI